সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া(০৪) আসনের জননন্দিত নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়ার উঠান বৈঠক ও গণসংযোগ।

Spread the love

সামজাদ জসি (আখাউড়া উপজেলা প্রতিনিধি):

কসবা আখাউড়া ব্রাক্ষনবাড়িয়া- ০৪ আসনের জনপ্রিয় নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়া গতকাল ২৮ অক্টোবর আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের দাসপাড়ার মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন আখাউড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিন মেম্বার। সঞ্চালনায় ছিলেন আখাউড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ভূঁইয়া।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা। উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তৃতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন কুকীর্তি হিন্দু সম্প্রদায়ের সামনে তুলে ধরেন এবং কবির আহম্মেদ ভূঁইয়ার হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কথা ও জানান।

আরও পড়ুনঃ নীলফামারীতে অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে কবির আহম্মেদ ভূঁইয়া বলেন “আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারন কর্মী হয়ে বিগত ১৭ বছর যাবত কাজ করে যাচ্ছি। আমি আমার এলাকা কসবা আখাউড়ার প্রত্যেক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছি এবং তাদের খোঁজখবর নিয়েছি এবং এখনো নিচ্ছি। আমার সবার সঙ্গে সু-সম্পর্ক আছে। কারো সঙ্গে আমার কোন বিরোধ নেই। দল থেকে যাকেই মনোনয়ন দেবে আমি তার জন্য কাজ করব। আমরা কেউই দলের উর্ধ্বে নযই। দল যাকে যোগ্য মনে করবে তাকেই দেবে এবং আমরা তার জন্যই মাঠে কাজ করব  ইনশাআল্লাহ্।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।