সারাদেশ

সীতাকুণ্ডে  ড্রেজার ও বাল্কহেডে আগুন দিল  জনতা

সংবাদটি শেয়ার করুন

মোঃ হোসেন, (চট্টগ্রাম জেলা প্রতিনিধি):

সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেডে আগুন  দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।  শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে  কুমিরা ফেরিঘাট সংলগ্ন সমুদ্র  উপকূলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে উপকূলীয় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী  একত্রিত হয়ে বালু উত্তোলনের ড্রেজার ও বাল্কহেডকে  জ্বালিয়ে দেয়।

আরও পড়ুনঃ বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৩ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ ওয়ালি উদ্দিন আকবর বলেন, ড্রেজার ও বাল্কহেড জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়েছে।

One thought on “সীতাকুণ্ডে  ড্রেজার ও বাল্কহেডে আগুন দিল  জনতা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।