বাড়ির উঠান থেকে শিয়ালের আক্রমণে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক
ডেক্স রিপোর্টঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে শিয়ালের আক্রমণে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম হুমাইরা আক্তার। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক হুমায়ুন কবিরের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হুমাইরা মায়ের কোলে বসে খেলছিল। এ সময় সে বড় চাচা গোলাম মোস্তফার ঘরে যাওয়ার বায়না ধরে। মা চায়না আক্তার শিশুটিকে চাচার ঘরে পৌঁছে দিয়ে ফিরে আসেন। কিছুক্ষণ পর একা একাই মায়ের কাছে ফিরতে গিয়ে উঠান পার হওয়ার সময় অন্ধকারে ওঁত পেতে থাকা একটি শিয়াল হুমাইরার ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মুহূর্তের মধ্যেই শিয়ালটি শিশুটিকে গলায় কামড়ে ঝোপের দিকে টেনে নিয়ে যায়। প্রথমে কেউ বিষয়টি টের না পেলেও দীর্ঘ সময় হুমাইরা ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের ঝোপে শিশুটির ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে কামড়ের গভীর চিহ্ন ও নখের আঁচড় পাওয়া গেছে।
নিহত শিশুর চাচি সমলা আক্তার জানান, এশার আজানের পরপরই ঘটনাটি ঘটে। শিশুটি একা বেরিয়ে যাওয়ার বিষয়টি কেউ খেয়াল করতে পারেননি। পরে পরিবারের সবাই মিলে খোঁজ শুরু করলে ভয়াবহ দৃশ্যটি সামনে আসে।
শিশুটির বাবা হুমায়ুন কবির বলেন, “আমার তিন ছেলে আর এক মেয়ে ছিল। মেয়েটাই ছিল সবচেয়ে ছোট। ফোন পেয়ে মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভেঙে পড়ি।”
উল্লেখ্য, ওই এলাকাতেই এর আগেও শিয়ালের আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। গত রমজানে ইফতারের পর আরাফ নামে আরেক শিশুকে উঠান থেকে টেনে নিয়ে গিয়ে হত্যা করে শিয়াল। ধারাবাহিক এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

