সীতাকুণ্ডে র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
মোঃ হোসেন, (চট্টগ্রাম জেলা প্রতিনিধি):
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) রাতে ৮ টার দিকে ফেনির র্যাব-৭ এর একটি চৌকশ টিম অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালিন সময় র্যাব সদস্যদের নজর পড়ে স্থানীয় নবী মেম্বার বাড়ীর গোয়ালঘরের উত্তর কোনের একটি ঝোপ। সেখানে তল্লাশী চালিয়ে কাপড়ে মুড়ানো অবস্থায় অস্ত্রশস্ত্র ও বেসবল ব্যাট পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রী পরে র্যাব হেফাযতে নেওয়াহয়।
র্যাব সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও বেসবল ব্যাটের সঙ্গে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম যুক্ত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। এ বিষয়ে র্যাবের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অবৈধ অস্ত্র ও বিপজ্জনক সামগ্রী রোধ করাই আমাদের মূল লক্ষ্য।
আরও পড়ুনঃ ধরমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাড়বকুণ্ডবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে, এলাকার নিরাপত্তা বজায় রাখতে তারা র্যাবের সহযোগিতায় এগিয়ে আসবেন। এই ধরনের অভিযান যুব সমাজকে মাদক ও অস্ত্রের মতো বিপজ্জনক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেছেন স্থানীয়রা।

