তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা
ডেক্স রিপোর্টঃ
সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি (তৃণমূল এনসিপি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে দলটির আত্মপ্রকাশের বিষয়টি জানা যায় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
বিক্ষোভ মিছিল থেকেই মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানানো হবে বলেও সূত্রটি জানিয়েছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, খুব শিগগির তৃণমূল এনসিপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, “যারা জুলাইয়ের চেতনা ধারণ করে সততা, নীতি এবং বাংলাদেশপন্থি রাজনীতি করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
আরও পড়ুনঃ ৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
মুনতাসীর মাহমুদ জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা বঞ্চিত হয়েছেন, তাদের সংগঠিত করাই তাদের প্রথম লক্ষ্য। পাশাপাশি ইসলামপন্থী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম–বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক মতের কর্মীদের যুক্ত করেই তৃণমূল এনসিপির কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, খুব শিগগিরই নতুন এই রাজনৈতিক দলের পূর্ণাঙ্গ আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে।

