নীলফামারীতে অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শেরিফ হোসেন (নীলফামারী জেলা প্রতিনিধি)
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পিতা-, নতিব চাপড়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ মুকুল হোসেন (৩০), একই এলাকার মোঃ রোস্তম আলীর ছেলে মোঃ মোস্তাফিজার রহমান (২০), পূর্ব নতিব চাপড়া এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ যশোর আলী (৩৬) এবং ওই একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোঃ মহুবুল ইসলাম (৩২)। তারা সকলেই নীলফামারী জেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতায় হাবিপ্রবি শিক্ষার্থীদের ‘এগ্রো পুষ্টি হাব’
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে স্থানীয় তরুণদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং অনলাইন লেনদেনের বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

