২১ দফা দাবিতে নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে।
শেরিফ হোসেন, (নীলফামারী জেলা প্রতিনিধি):
সাংবাদিকদের পেশাগত অধিকার, ন্যায্য বেতন, নিরাপত্তা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে জেলা শহরের ডিসি মোড় চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ২১ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” — এই স্লোগান আজ শুধু দাবি নয়, সাংবাদিক সমাজের টিকে থাকার সংগ্রাম।
আরও পড়ুনঃ নাসির নগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত
বক্তারা সাংবাদিকদের হয়রানি বন্ধ, ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্থলে মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান। সমাবেশ শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি মোড়ে এসে শেষ হয়।

