কিভাবে গর্তে পড়লো শিশু সাজিদ? গর্তই বা এলো কোথা থেকে?
ডেক্স রিপোর্টঃ
রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ার প্রায় ৩২ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে শিশু সাজিদকে। প্রায় ৬০ ফুট মাটির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
সাজিদের মা রুনা খাতুন ছেলের নলকূপের গর্তে পড়ে যাওয়ার ঘটনা বর্ননা করতে গিয়ে বলেন, সে তার দুই সন্তানকে দুই কোলে নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় তার ডানা ব্যাথা করলে সে গর্তের কিছুটা আগে সাজিদকে কোল থেকে নামিয়ে দেয়। সাজিদ তার সাথে সাথে হাঁটতে থাকে। নলকূপের গর্তটির উপরে খড় দিয়ে ঢেকে থাকার কারনে মা ও শিশু কেউই গর্ত খেয়াল করেনি। গর্ত পার হয়ে যাওয়ার সময় সাজিদ গর্তে পড়ে গিয়ে আম্মু বলে ডাক দেয়। রুনা খাতুন ডাক শুনে পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় সাজিদ নেই। সে মনে করে সাজিদ পুকুরে পড়ে গেছে। কিন্তু একটু এগিয়ে এসেই বুঝতে পারে গর্তের ভেতর থেকে ডাক আসছে। তখন সে সাজিদ গর্তে পড়েছে বলে নিশ্চিত হয়।
আরও পড়ুনঃ তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা
রাজশাহীর তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামটিতে ভূগর্ভস্থ পানির স্থর নিচে নেমে যাওয়ায় এ এলাকায় গভীর নলকূপ বসানোর উপর নিষেধাজ্ঞা আছে। তবে কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা দেখতে গর্তটি খনন করেন। পরে সে গর্তটি ভরাটও করে দেন। কিন্তু বর্ষার পানিতে মাটি বসে যাওয়ায় সেখানে আবারও গর্ত তৈরী হয়। সেই গর্তেই পড়ে যায় দুই (০২) বছরের শিশু সাজিদ।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাজিদকে উদ্ধার করে হাসপাতারে পাঠানো হয়েছে।

