সারাদেশ

ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

Spread the love

মোঃ নাঈম হোসেন পলোয়ান (চাঁদপুর জেলা প্রতিনিধি):

‎চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা লায়ন হারুনুর রশীদের সমর্থকরা এক বর্ণাঢ্য মিছিল আয়োজন করেন। ‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ আশুগঞ্জে  পুলিশি অভিযানে বিপুল পরিমান বিদেশী সিগারেট সহ ০৩ জন গ্রেফতার

মিছিলে যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় “জয় বাংলা নয়, জয় বিএনপি”, “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ যুবদল” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। নেতাকর্মীরা জানান, সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ ফরিদগঞ্জের রাজনীতিতে দলের নিবেদিতপ্রাণ নেতা। তাঁর নেতৃত্বে যুবদল আরও সংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের ঐক্যই আগামী দিনের আন্দোলনের প্রধান শক্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।