সারাদেশ

দিপুকে কেনো মারা হলো তার সুষ্পষ্ট তথ্য পায়নি র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ

ময়মনসিংহের ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ  পুড়িয়ে দেওয়ার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব পুলিশ। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায় কেন ওই যুবককে মারা হলো তার সুষ্পষ্ট তথ্য পায়নি তারা। মব করে হত্যার বিষয়টি তদন্ত চলছে।

এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় কিছু উত্তেজিত জনতা ধর্মীয় স্লোগান দিয়ে দিপু নামের ওই যুবককে পেটাচ্ছে।

আসলে সেদিন কি ঘটেছিল তা জানতে ঘটনাস্থল এবং দিপুর কর্মস্থল ময়মনসিংহের ভালুকা এলাকার পাইওনিয়ার ইন্ড্রাস্ট্রিজ লিঃ এ সাংবাদিকরা যোগাযোগ করলে কারখানার কেউ কথা বলতে রাজি হয়নি। আশপাশের মানুষজনও ভয়ে মুখ খুলতে নারাজ।

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, বেশ কিছু লোক আসে এবং বেলা প্রায় ১২টা পর্যন্ত মৃত দিপুকে গাছে ঝুলিয়ে রাখা হয়। তবে ঘটনার দিনের কারখানার একটি ভিডিও ফুটেজে দেখা যায় উত্তেজিত জনতা দিপুকে ঘিরে দাড়িয়ে আছে। তবে তখনও সুস্থ ছিলেন তিনি।

দিপুর পরিবারের অভিযোগ, কারখানার লোকজন নির্মমভাবে বাইরের লোকজনের হাতে তুলে দেয় দিপুকে। তারা বাইরের লোকজনের হাতে তুলে না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলে দিপু মারা যেত না। দিপুর স্ত্রী অভিযোগ করে বলেন, যদি দিপুর অফিস চাইত তাহলে তাকে বাঁচাতে পারত।

আরও পড়ুনঃ ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এক প্রেস কনফারেন্সে র‌্যাব- ১৪ এর অধিনায়ক নযমুল হাসান বলেন, “দিপু কাকে বলেছে, কি বলেছে এটা কেউ বলতে পারেনি। তবে কোন প্রিভিয়াস এনিমিটি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিয়হের তারাকান্দা উপজেলার দিপু নামক এক সনাতন ধর্মালম্বীকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করার পর তার লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়।

তথ্য সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *