সারাদেশ

পাটগ্রাম সীমান্তে বাঘ প্রবেশের খবরটি নিছক গুজব, জানাল বিজিবি

সংবাদটি শেয়ার করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। ফেসবুক এবং লোকমুখে ছড়িয়ে পড়া এই গুজবে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিজিবির পক্ষ থেকে সতর্কতামূলক ঘোষণা দেওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়, যদিও বাস্তবে কোনো বাঘের দেখা পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত

গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর গুজব ছড়ায়। জানা গেছে, সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি তারা বিজিবি-কে অবহিত করলে বিজিবি স্থানীয়দের হ্যান্ড মাইকে রাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয়।

বিজিবি সূত্র জানায়, ৮৬৮ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ার খবর পাওয়া গিয়েছিল। তবে ঘটনাটি সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভারতের ভেতরে ছিল। স্থানীয়দের তাড়া খেয়ে বাঘটি পালিয়ে যায়। সীমান্তের ওপার থেকে আসা চিৎকার এপার থেকে শোনা যাওয়ায় মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ ১ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে অবৈধ ফোন: ৫ মিনিটে অনলাইনে নিবন্ধনের সহজ নিয়ম

এলাকাবাসী ও বিজিবির বক্তব্য

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন জানান, “বাঘ আসার খবর শুনে সবাই ফোন করছে, কিন্তু আমরা কেউ চোখে দেখিনি।” অন্য এক বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “শুনে ভয় লাগছে ঠিকই, কিন্তু বাস্তবে বাঘের কোনো চিহ্ন এপারে নেই।”

নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে কোনো বাঘ প্রবেশ করেনি। এটি সম্পূর্ণ একটি গুজব। বিজিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সতর্কতার খাতিরে মাইকিং করা হয়েছে যাতে মানুষ রাতে সাবধানে থাকে, তবে কোনো বাঘ বাংলাদেশে ঢোকার প্রমাণ মেলেনি। মূলত ভারতের অভ্যন্তরের ঘটনাটি নিয়ে এপারে অতিরঞ্জিত প্রচারণা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *