সীতাকুণ্ডে, কিন্ডারগার্ডেনের উদ্যোগে সিটিজেন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত।
মোঃ হোসেন (চট্টগ্রাম):
গত ১৯ ডিসেম্বর শুক্রবার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে কিন্ডারগার্ডেন উদ্যোগে ,মেধাবৃত্তি, বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড বেসরকারি স্কুলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বৃত্তি পরিক্ষায়, সীতাকুণ্ড, বাড়বকুণ্ড,বাঁশবাড়ীয়া,কুমিরা ইউনিয়ন এর ১ম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মাদ্রাসা, স্কুল, ও কিন্ডার গার্ডেনের সহ মোট ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের পরিচালক মো: শাহাজান বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ না থাকায় বিকল্প হিসেবে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলার সকল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ একাধিক সভার মাধ্যমে ঐকমত্যে পৌঁছান।
আরও পড়ুনঃ বিরলে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিকদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি এর নিকট হস্তান্তর
পরীক্ষার প্রথম দিনে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক অভিভাবক অত্যন্ত আনন্দচিত্তে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও প্রশংসনীয়। যা বিগত বিভিন্ন পাবলিক পরীক্ষার তুলনায় উন্নত বলে প্রতীয়মান হয়।

