সারাদেশ

ব্রাক্ষণবাড়ীয়ায় ঔষধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান।

সংবাদটি শেয়ার করুন

মোঃ সাইফুল ইসলাম, (ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঔষধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে নাসির নগর সদরের কলেজ মোড় হাসপাতাল মোড় এলাকার বেশ কয়েকটি ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ । অভিযানে সহায়তা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ বিরলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষন ও বিক্রির অভিযোগে যোগেন্দ্র ফামের্সী, মুক্তি ফামের্সী, নুর ফার্মেসী কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারনে প্রদান করা হয়েছে। নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি, অনুমোদন হীন ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য নিয়মিতভাবে জনস্বার্থে এই অভিযান চলবে বলে উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *