রাজনীতি

হাদি সর্বোচ্চ ক্রিটিক্যাল অবস্থায় আছেন কিন্তু বেঁচে আছে- ডা. জাহিদ রায়হান

সংবাদটি শেয়ার করুন

শরিফ ওসমান হাদি বেঁচে আছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান। তবে ওসমান হাদি এই মূহূর্তে সর্বোচ্চ ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে উল্লেখ করেন তিনি। এমনকি তার ব্যাপারে কোন আশার কথাও এই মূহূর্তে বলবেন না বলে উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ রায়হান আরও বলেন, “উনি এখনো বেঁচে আছেন কিন্তু উনি দুই বার কার্ডিয়াক এরেষ্ট হয়েছেন। উনার বিল্ডিং হইছে প্রচুর। আমরা ওটি কমপ্লিট করার পর ওনার নাক এবং মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল।“

গুলি একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়েগেছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ডাক্তারগন জানিয়েছেন।

আরও পড়ুনঃ কিভাবে গর্তে পড়লো শিশু সাজিদ? গর্তই বা এলো কোথা থেকে?

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওসমান হাদিকে ভালো আইসিইউ সাপোর্টের জন্য তার আত্মীয় স্বজনের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্য সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *