সারাদেশ

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান।

Spread the love

মো: তোছাদ্দেকুর রহমান, (লালমনিরহাট জেলা প্রতিনিধি):

লালমনিরহাট জেলা পুলিশের  পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত কারণে বদলি আদেশ প্রাপ্ত হওয়ায় অত্র জেলার সদ্য পদোন্নতি প্রাপ্ত  সহকারী পুলিশ সুপার জনাব এটিএম তৌহিদুল ইসলাম ও জনাব মোঃ সাজেদুল ইসলাম’দ্বয়দের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। গত ০৫ নভেম্বর বুধবার লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তাদ্বয়দের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদের মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করার পাশাপাশি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ বিরল উপজেলায় প্রতিবন্ধিদের সুরক্ষা ও আত্মনির্ভরতার সুযোগ বৃদ্ধিতে অভিভাবকদের প্রশিক্ষন

এসময় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, আদিতমারী থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট’সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *