৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
ডেক্স রিপোর্টঃ
টানা ৩২ ঘণ্টার নাটকীয় উদ্ধার তৎপরতার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে রাজশাহীর তানোরে নিখোঁজ শিশু সাজিদকে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে মাটির প্রায় ৪০ ফুট গভীরে থাকা একটি গর্ত থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
তিনি জানান, শিশুটিকে উদ্ধার করার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
এর ঠিক আগে, রাত পৌনে ৯টার দিকে বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ও বালতি নিয়ে উদ্ধারকারী দলের সদস্যরা গর্তের ভেতরে নামেন এবং কয়েক ঘণ্টার তীব্র চেষ্টার পর শিশুটিকে দেখা যায়।
আরও পড়ুনঃ রাজধানীর শক্তিশালী কম্পনের পেছনে জমে থাকা ভূ–শক্তির ভূমিকা
জানা যায়, গভীর নলকূপ বসানোর জন্য খনন করা ওই গর্তে বুধবার দুপুরে পড়ে যায় ছোট্ট সাজিদ। খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট অভিযানে যোগ দেয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে।
উদ্ধার অভিযানের পুরো সময়জুড়ে স্থানীয়রা উৎকণ্ঠায় অপেক্ষা করেছেন শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়ার আশায়। অবশেষে দীর্ঘ চেষ্টা সফল হওয়ায় এলাকায় স্বস্তির সঞ্চার হয়েছে।

