বিশ্ব

চীনের মাও সে তুং-এর ছবি কাটতে গিয়ে ৫০ হাজার ইউয়ান নষ্ট করল শিশু

সংবাদটি শেয়ার করুন

চীনে ঘটেছে এক বিস্ময়কর ও আলোচিত ঘটনা। খেলার ছলে একটি ছোট শিশু কাঁচি দিয়ে কেটে নষ্ট করে ফেলেছে পরিবারের বড় অঙ্কের সঞ্চয়। শিশুটির কৌতূহলের কারণে মুহূর্তেই নষ্ট হয়ে যায় প্রায় ৫০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, চীনের একটি প্রদেশে ওই পরিবারটি তাদের নগদ অর্থ ঘরের ভেতর সংরক্ষণ করে রেখেছিল। সুযোগ বুঝে শিশুটি সেই টাকাগুলো হাতে পায়। চীনের মুদ্রায় দেশটির সাবেক বিপ্লবী নেতা মাও সে তুং-এর ছবি থাকায় শিশুটির আগ্রহ তৈরি হয়। সে ছবিগুলো আলাদা করে সংগ্রহ করার উদ্দেশ্যে নোটগুলো কাঁচি দিয়ে কেটে ফেলতে শুরু করে।

কাজ শেষে বাড়ি ফিরে শিশুটির বাবা ঘরের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য কাগজের টুকরো দেখতে পান। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও পরে তিনি বুঝতে পারেন, এগুলো আসলে তার জমানো টাকা। মুহূর্তেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তবে পরে নিজেকে সামলে নিয়ে শিশুটি যে না বুঝেই এমন কাজ করেছে, সেটিও উপলব্ধি করেন।

নষ্ট হওয়া অর্থ পুনরুদ্ধারের আশায় তিনি স্থানীয় একটি ব্যাংকের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর ব্যাংক কর্তৃপক্ষ সহানুভূতির সঙ্গে এগিয়ে আসে। ব্যাংকের কয়েকজন কর্মী টানা দুই দিন ধরে হাজার হাজার ছোট ছোট কাগজের টুকরো জোড়া লাগানোর কাজ করেন। অনেকটা ধাঁধার মতো কঠিন এই কাজে ধৈর্য ও দক্ষতার পরিচয় দেন তারা।

আরও পড়ুনঃ নীরবে সরে চলেছে প্লেট, বিপদের ঘণ্টা বাজছে: বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

দীর্ঘ প্রচেষ্টার পর ব্যাংক কর্মীরা টাকার একটি বড় অংশ উদ্ধার করতে সক্ষম হন। যদিও সব নোট পুরোপুরি আগের অবস্থায় ফেরানো সম্ভব হয়নি, তবুও পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি করে। অনেকেই এটিকে অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন। শিশুদের নাগালের মধ্যে নগদ অর্থ বা মূল্যবান জিনিস রাখা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এই ঘটনাই তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

তথ্য সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *