সীতাকুণ্ড ডিগ্রি কলেজে এডহক কমিটি পুনর্গঠন, সভাপতি লায়ন আসলাম চৌধুরী
মোঃ হোসেন (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
সীতাকুণ্ড পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীনতম বিদ্যাপীঠ সীতাকুণ্ড ডিগ্রি কলেজে নতুন এডহক কমিটি র অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী সভাপতি মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ এডহক কমিটি র অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত কলেজ সমূহের গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি ইউএনওর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মো. আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
পুনর্গঠিত এডহক কমিটির অবশিষ্ট মেয়াদকাল ২০২৬ খিস্টাব্দের ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোনও সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
আরও পড়তে পারেনঃ ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

