শরীফ ওসমান হাদী প্রশ্নে ঐক্যের ডাক নাহিদ ইসলামের
ডেক্স রিপোর্টঃ
গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম। হাদীকে দেখে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিকৃয়া ব্যাক্ত করেন। তিনি বলেন গুলিবিদ্ধ ওসমান হাদীর অবস্থা আশংকাজনক। এই ঘটনার পিছনে কোন বড় সড়যন্ত্র থাকার সম্ভাবনার আশংকার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন “গত কয়েকদিন ধরেই এটাকে কোন বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিশীল করার যে অপচেষ্টা ৫ই আগষ্টের পর থেকে শুরু হয়েছিল এবং বার বার ছাত্র জনতা যা প্রতিহত করেছে সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। ইনশাল্লাহ আমরা আবারও প্রতিহত করব”।
শরীফ ওসমান হাদীর সাথে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করে নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহবান জানাই। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহবান জানাই। ঐক্যবদ্ধ হন। আমরা ঐক্যের ডাক দিচ্ছি, আহবান জানাচ্ছি”।
আরও পড়ুনঃ ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ি জব্দ
এই হামলার পিছনে জড়িদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন নাহিদ ইসলাম। এছাড়াও তিনি বাংলাদেশের প্রতিটি নাগরিক এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

