দিনাজপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
মোঃ সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
গত ২৯ নভেম্বর ২০২৫ শনিবার দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে এক বিশেষ কল্যানসভা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীগন পুলিশ সুপার মহোদয় দিনাজপুরে কর্মরত থাকাকালীন সময়ের বিভিন্ন স্মৃতি, সাফল্য ও কর্মনিষ্ঠার দিক তুলে ধরে আন্তরিকভাবে স্মৃতিচারন করেন।
বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন তাদের বক্তব্যে বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মানবিক ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্ব দিনাজপুর জেলা পুলিশকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করে তুলেছে। তাঁর মানবিক কর্মকাণ্ড, কর্মনিষ্ঠা ও জনসেবামুখী মনোভাবের কারনে তিনি দিনাজপুর জেলা পুলিশ এবং দিনাজপুরবাসীর কাছে আজীবন শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবেন বলে উপস্থিত সবাই অভিমত প্রকাশ করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দায়িত্বভার গ্রহনের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। জনগনের সেবা, আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ দমন ও নিরাপদ সমাজ গঠনে দিনাজপুরবাসীর অকুণ্ঠ সহযোগিতা আমাকে সদা অনুপ্রাণিত করেছে। জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিক নিষ্ঠা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পরিচয় দিয়ে কাজ করায় আমি গর্বিত। তিনি আরও বলেন,“এই জেলার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমার কর্মজীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। বদলিজনিত কারনে এখানকার দায়িত্ব থেকে বিদায় নিলেও দিনাজপুর জেলার প্রতি আমার মমত্ববোধ ও সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। আমি সবার জন্য দোয়া, শুভকামনা ও অব্যাহত সমর্থন কামনা করছি।”
আরও পড়ুনঃ নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা
অনুষ্ঠানের শেষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।


Pingback: দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন - সত্য সংবাদ। বাংলা নিউজে পোর্টাল