সারাদেশ

নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা

সংবাদটি শেয়ার করুন

শেরিফ হোসেন, (নীলফামারী জেলা প্রতিনিধি):

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করেন। পরে স্থানীয়রা আহত সফিকুল ইসলামকে উদ্ধার করেন এবং ঘটনাটি জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অবহিত করা হয়।

আরও পড়ুনঃ বিরলে বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরন

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সঠিক ও উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। ফলে সন্ধ্যা থেকেই রংপুর-সৈয়দপুর ও নীলফামারী-জলঢাকা রুটে সমিতির আওতাভুক্ত বাস চলাচল সম্পূর্ন ভাবে বন্ধ রয়েছে।

তবে ঢাকাগামী ও অন্যান্য জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

One thought on “নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *