রাজনীতি

বিএনপির মনোনয়নবঞ্চিত আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীদের গন-ইফতার কর্মসূচী।

Spread the love

মনিরুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা চার দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়ে অনুষ্ঠিত হয় এক গন-ইফতার আয়োজন। এর আগে বুধবার কান্দিরপাড়ে আয়োজিত নারী সমাবেশ থেকে ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রাখার ঘোষণা দেওয়া হয়।

নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা বজায় রাখতে আমিন-উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। তাঁরা জানান, ইয়াছিনের পক্ষে তাঁরা দোয়া, ইবাদত ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন।

জানা যায়, কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিন উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমিন-উর-রশিদ ইয়াছিন। অন্যদিকে মনিরুল হক চৌধুরী সে সময় কুমিল্লা-১০ আসনে দলীয় প্রার্থী ছিলেন। পরবর্তীতে সীমানা পুনর্নির্ধারনে সদর দক্ষিন উপজেলা কুমিল্লা-৬ আসনে যুক্ত হওয়ায় রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসে।

ইয়াছিনপন্থীদের দাবি, পুরোনো কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন ইয়াছিন, তাই তাঁর যোগ্যতার মূল্যায়ন হওয়া উচিত। যুবদল নেতা মনছুর নিজামী বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমাদের লক্ষ্য কারও বিরোধিতা নয়—ন্যায়সংগত দাবির স্বীকৃতি। আমিন-উর-রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের মানুষের আস্থা ও ভালোবাসার নাম।”

আরও পড়ুনঃ কুমিল্লা-৫আসনে মনোনয়ন দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারী নেত্রী ডলি আক্তার বলেন, “নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, স্থানীয় সমস্যা সমাধান ও মানবিক সহায়তায় ইয়াছিন ভাইয়ের ভূমিকা অনন্য। তাই আজ আমরা রোজা রেখে ইফতার করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।”

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষনা করা হয়। এরপর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং ইয়াছিনপন্থীরা ঘোষণার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *