বিরল উপজেলায় প্রতিবন্ধিদের সুরক্ষা ও আত্মনির্ভরতার সুযোগ বৃদ্ধিতে অভিভাবকদের প্রশিক্ষন
সেলিম রেজা, বিরল, (বিরল উপজেলা প্রতিনিধি):
বিরলে দীপশিখার আয়োজনে প্রতিবন্ধী শিশু, যুবক-যুবতী এবং পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুরক্ষা ও আত্মনির্ভরতার সুযোগ বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধিতা , শিশু অধিকার, প্রারম্ভিক শনাক্তকরণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইতিবাচক আচরণ, সেফগার্ডিং ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দাতা সংস্থা লিলিয়ান ফন্ডসের অর্থ সহায়তায় সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের আওতায় দীপশিখার বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুরক্ষা ও আত্মনির্ভরতায় কেয়ারগিভার, ইতিবাচক অভিভাবকত্ব, সেফগার্ডিং কমিউনিটি হেলথ ওয়ার্কার, SRHR & SGBV ও স্কুল শিক্ষক ও এসএমসি সদস্যদের একীভূত শিক্ষা বিষয়ক মোট ১৭টি প্রশিক্ষনের আয়োজন করা হয়।
প্রশিক্ষনে ফিল্ড ট্রেইনার মোঃ ফজলুল হক জানান, প্রতিবন্ধিতা বিষয়ক ধারণা, শিশু অধিকার, প্রারম্ভিক শনাক্তকরণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইতিবাচক আচরন, সেফগার্ডিং ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে দক্ষতা অর্জনের বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুনঃ ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম.এ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবীতে তার সমর্থকদের বিক্ষোভ।
প্রশিক্ষণার্থীরা জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ এবং আরো আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিবন্ধী শিশু ও পরিবারের পাশে দাঁড়াতে পারবো। দীপশিখার ফোকাল পারসন ধনঞ্জয় দেবনাথ জানান, ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ অব্যাহত থাকবে।

