রাজনীতি

ব্রাক্ষণবাড়ীয়া- ০১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান।

Spread the love

মোঃ সাইফুল ইসলাম (ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষণবাড়ীয়া-০১ (নাসির নগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন নাসির নগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। গত ০৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুনঃ রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক লালমনিরহাট সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *