দিনাজপুরের বিরল উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন
সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
৫৪তম জাতীয় সমবায় দিবস – ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” বিষয়ক প্রতিপাদ্য নিয়ে এবার দিনাজপুরের বিরল উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১ নভেম্বর ২০২৫ শনিবার দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এর পর বর্ণাঢ্য সমবায় র্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ২১ দফা দাবিতে নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে।
অনুষ্ঠানটি বিরল উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ লিটন আলীর পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রী দুলাল চন্দ্র এর পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ শাহিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, বিরল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান জুলফিকার আলী, কালব এর ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বিভিএস এর সদস্য আব্দুস সাত্তার প্রমূখ।

