সারাদেশ

কুমিল্লায় বিশ্ব সমবায় দিবস উদযাপন

Spread the love

মোঃ মনিরুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

আজ শনিবার ১ নভেম্বর কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব সমবায় দিবস। এ উপলক্ষে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“একতার মাধ্যমে সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের এক কার্যকর উপায়। যেখানে কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় একত্র হয়ে নির্দিষ্ট নিয়মে যৌথভাবে নিজেদের কল্যাণে কাজ করেন, সেটিই সমবায়।

বক্তারা আরও বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো—

১. সদস্যদের আর্থিক উন্নয়ন,

২. দারিদ্র্য দূরীকরণ,

৩. বেকারত্ব হ্রাস,

৪. সহযোগিতার মনোভাব সৃষ্টি,

৫. সামাজিক ঐক্য ও ন্যায়বোধ প্রতিষ্ঠা করা।

আরও পড়ুনঃ কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দেশে জাতীয় সমবায় দিবস এবং জুলাই মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *