রাজনীতি

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন।

Spread the love

১১ সেপ্টেম্বর বৃস্পতিবার দুপুরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাকসু) ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহনের আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রকৃয়ায় গুরুতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল। বিশ্ব বিদ্যালয়ের মাওলানা ভাষানী হলের অতিথি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছাত্রদল মনোনীত ভিপি (সহ- সভাপতি) প্রার্থী মোঃ শেখ সাদী হাসান।

লিখিত এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, ব্যালট পেপার ও ওএমআর ভোট গননা মেশিন ক্রয়ে অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, “ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে। ছাত্র শিবিরকে জিতিয়ে দিতে এই কারচুপি করা হয়েছে বলে আমরা আশংকা করছি।”

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে অভিযোগ করা হয়, তারা নির্বাচন কমিশনের কাছে নতুন ব্যালট পেপারে ভোটগ্রহনের দাবি জানালেও তারা তা না মেনে জামায়াত সংশ্লিষ্ট ব্যালট পেপারেই ভোট চালিয়ে যাচ্ছে। যা তাদের মতে আশংকা জনক বলে তারা মনে করছেন।

তারা আরও অভিযোগ করেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যে ক্যাম্পাসের আশেপাশে জড় হচ্ছে। যা সাধারন শিক্ষার্থীদের জন্য আতঙ্কের কারন হতে পারে। এমনকি এতে ভোট দিতে অনুৎসাহিত হতে পারে অনাবাসিক শিক্ষার্থীরা।

ছাত্রদল সমর্থীত প্যানেল এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখার আহবান জানান।

আরও পড়ুনঃ- ডাকসুতে ১৩ সদস্য পদের ১১ টিতে ছাত্রশিবিরের জয়

তথ্য সূত্রঃ- প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *