আবহাওয়া

নীরবে সরে চলেছে প্লেট, বিপদের ঘণ্টা বাজছে: বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ

বাংলাদেশে সম্প্রতি অনুভূত হওয়া শক্তিশালী কম্পন দেশের ভূতাত্ত্বিক ইতিহাসে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচে নীরবে সরে চলেছে প্লেট, বিপদের ঘণ্টা বাজছে যেকোনো বড় দুর্যোগের। মূলত ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ দীর্ঘকাল ধরেই বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান ঝুঁকি

ঢাকার খুব কাছে গত কয়েক দশকে বড় কোনো ভূমিকম্প না হলেও ইতিহাস বলছে ভিন্ন কথা। ১৭৬২ সালে টেকনাফ-মিয়ানমার ফল্ট লাইনে ৮.৫ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল, যার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপ জেগে উঠেছিল এবং ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে গিয়েছিল। পরবর্তীতে ১৮৮৫ সালে মানিকগঞ্জ এবং ১৮৯৭ সালে মেঘালয়ে বড় মাত্রার কম্পন কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটায়। বর্তমান সময়ে ছোট ছোট কম্পনগুলো ইঙ্গিত দিচ্ছে যে, মাটির নিচে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প ঘটানোর মতো বিশাল শক্তি জমা হয়ে আছে।

আরও পড়ুনঃ ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

করণীয় ও প্রস্তুতি

ভূতাত্ত্বিকদের মতে, এই জমা হওয়া শক্তি আজ অথবা ৫০ বছর পর—যেকোনো সময় বের হয়ে আসতে পারে। সাবডাকশন জোনের এই ভূমিকম্পগুলো অত্যন্ত ভয়াবহ হয়। যেহেতু বর্তমান অবকাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তাই জীবন বাঁচাতে নিয়মিত মহড়া ও ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রশিক্ষণই এখন একমাত্র কার্যকর উপায়।

তথ্য সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *