বিরলে বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরন
মোঃ সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরন-২০২৫ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ১০ টায় বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ১১৯ নং দক্ষিন মেড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ এর জনসেবামূলক এই কার্যক্রম পরিচালিত হয়।
আরও পড়ুনঃ দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল।
কর্মসূচিতে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল ফয়সাল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. তৌফিকা ইসলাম তন্বী প্রমূখ উপস্থিত ছিলেন।


Pingback: নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা - সত্য সংবাদ। বাংলা নিউজে পোর্টাল