রাজনীতি

সীতাকুণ্ডে বিএনপি নেতা  কাজী সালাউদ্দিন উপর হামলা চেষ্টা

সংবাদটি শেয়ার করুন

মোঃ হোসেন, (চট্টগ্রাম জেলা প্রতিনিধি):

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডে  আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী সালাউদ্দিনের ওপর হামলা চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার,( ২০ নভেম্বর) সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মোঃ নুরুল ইসলাম সেক্রেটারির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে  রওনা হন কাজী সালাউদ্দিন। এ খবর ছড়িয়ে পড়তেই কদম রসুল বাজার এলাকায় আগে থেকেই জড়ো হয় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিনের নেতৃত্বাধীন একটি গ্রুপ।

সেখানে তারা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় এবং ধানের শীষের প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দকে লক্ষ্য করে অশালীন ও উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এমনকি তারা প্রকাশ্যে ঘোষনা করে, কাজী সালাউদ্দিন ওই পথ অতিক্রম করলে ‘প্রতিহত’ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে মোরসালিনের সঙ্গে ছিলেন বহিষ্কৃত হেলাল, সোলায়মান রাজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও আসিফ। পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়ছার, যুগ্ম আহবায়ক শাওন ও শহীদ, ওমর শাহরুখ, বাবু, জুনায়েদ, কফিল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউনিয়ন বিএনপির তরফ থেকে জানানো হয়, এদের অনেককে আগেই অতি উৎসাহ দেখিয়ে উত্তেজনা তৈরির বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবুও তারা দলের নির্দেশনা অমান্য করে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়। এ ঘটনাকে দলীয় শৃঙ্খলার অবমাননা উল্লেখ করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত এলাকাবাসী ও বিএনপির নেতাদের দৃঢ় অবস্থানের কারনে কোনো সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বহিষ্কৃত গ্রুপটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আরও পড়ুনঃ নাসির নগরের কুন্ডা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এদিকে, এর দুই দিন আগে ১৮ নভেম্বর আকবরশাহ ও পাহাড়তলী এলাকায় চট্টগ্রাম সিটি গেট থেকে অলংকার মোড় পর্যন্ত বিশাল গণমিছিল ও শোডাউন করেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তিনি একজন সাধারণ কর্মীর মতোই জিয়াউর রহমান, বেগম খালেদা ও তারেক রহমানকে নিয়ে স্লোগানে স্লোগানে পুরো মিছিলকে প্রাণবন্ত করেন।

আগামী ২১ নভেম্বর সীতাকুণ্ড পৌর সদরে আরও বড় গণমিছিল অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগের মতোই নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিকে সফল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *