রাজনীতি

নাসিরনগরে বিএনপির মনোনয়ন পূর্ণবিবেচনার দাবিতে মামুন সমর্থকদের মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন

মোঃ সাইফুল ইসলাম, (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়ার-০১ নাসিরনগরে আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এডভোকেট কামরুজ্জামান মামুনের সমর্থকরা। বুধবার (১৯ নভেম্বর)  সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নাসিরনগর উপজেলা শহীদ মিনার, কোর্ট রোড, কুন্ডা ও ফান্দাউক এলাকায় পৃথকভাবে এ মানববন্ধন  কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ সীতাকুণ্ডে পৃথক পৃথক অগ্নিকান্ডে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

গত ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া- ১ নাসিরনগর আসনে বিএনপির থেকে প্রাথমিক মনোনয়ন পান নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। এ মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মনবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন সমর্থকরা এ মানববন্ধন ও বিক্ষোভ  কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধন ও বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *