বাংলাদেশ

আমতলীতে ইউপি সদস্যের বাড়ি থেকে অবৈধ সার জব্দ

Spread the love

আমতলী (বরগুনা) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের যৌথ অভিযানে ইউপি সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করা হয়েছে।

অভিযানে জব্দকৃত সার

শনিবার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বাড়ি ও তার মুরগির খামার থেকে ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার উদ্ধার করা হয়। এসব সার ডিলারশিপ ছাড়া অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল। জব্দকৃত সারের সরকারি মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযুক্তরা পলাতক

অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক মজনু চৌকিদার (৬০) ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য) পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল হাসান জানান, জব্দকৃত সার থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: বরগুনা অটোরিকশা চালক হত্যা: ৫ ঘন্টায় দুই আসামী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *