ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের মাঠ বিলীন হচ্ছে পুকুরে। ক্ষোভ শিক্ষার্থী ও খেলোয়াড়দের
মোঃ নাঈম হোসেন পলোয়ান (চাঁদপুর জেলা প্রতিনিধি):
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের মাঠ আজ মারাত্মকভাবে হুমকির মুখে। মাঠের একাংশ ধসে পাশের পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। এমনকি ফুটবল খেলার গোলবার পর্যন্ত এখন পুকুরের পানির নিচে চলে গেছে, যা দেখে শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠটির কোনো সংস্কার বা সুরক্ষামূলক কাজ করা হয়নি। বর্ষার পানি ও মাটি ধসের কারণে প্রতিনিয়ত মাঠের অংশবিশেষ পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় মাঠের আয়তন দিন দিন কমে যাচ্ছে, ফলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনঃ কুমিল্লায় আর্মি ক্যাম্পের অভিযানে জাল টাকা ও শটগানের কার্তুজ উদ্ধার। গ্রেফতার ০১।
কলেজের একাধিক শিক্ষার্থী জানান, আগে মাঠটিতে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এখন খেলার উপযোগী জায়গা ক্রমেই ছোট হয়ে আসছে। এক শিক্ষার্থী বলেন, “আমরা এখন গোলপোস্ট বসানোর জায়গা পাচ্ছি না। পুকুরের পানি এসে মাঠের অংশ দখল করে নিচ্ছে।” স্থানীয় বাসিন্দারাও জানান, ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বৃহৎ এই মাঠটি অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ বিলীন হওয়ার পথে। তারা বলেন, কলেজ প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই মাঠের অস্তিত্ব হারিয়ে যাবে।
এ অবস্থায় মাঠ রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

