দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন। প্রতীকী ফাঁসি মঞ্চস্থ।
সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা প্রতিবাদ অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সোমবার দুপুরে প্রতিবাদের অংশ হিসেবে বেলা ১২ হতে ১টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের কাঞ্চন মোড়ে কালো কাপড় পরিধান করে গলায় রশি দিয়ে প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় জনতা। এক পর্যায়ে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বসে পড়লে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে বিরল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এমন এক ব্যক্তির নাম ঘোষনা করেছেন, যিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের পূণর্বাসনকারী দোসর ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয়। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর খালিদ মাহমুদ চৌধুরীকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন।
আরও পড়ুনঃ সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা
বক্তারা বলেন, মনোনয়ন ঘোষনার পর সাদিক রিয়াজ চৌধুরী পিনাক স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু শ্রী সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের দাবি, এই আচরন প্রমান করে তিনি বিএনপি’র নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং দলের প্রতি অনুগত নন। তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন বিতর্কিত ব্যক্তিকে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করা হলে বিএনপি’র সাংগঠনিক ঐক্য বিনষ্ট হবে এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান দুর্বল হতে পারে। তারা অতি দ্রুত এ ঘোষনা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোস্তফা গোলাপ, মমিনুল ইসলাম, আব্দুল হাকিম প্রমূখ। মানববন্ধনে বিরল উপজেলা বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকারী অংশগ্রহণ করেন।

