তারা কি রায় দেবে এটা আমরা জানি- সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ডেক্স রিপোর্টঃ
যে ট্রাইবুন্যাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দিয়েছে তা অবৈধ্য বলে উল্লেখ করেছেন সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ১৭ নভেম্বর সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচ এবেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই ট্রাইবুন্যাল আমরা তৈরী করেছিলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে যারা গনহত্যায় সহযোগীতা করেছিল তাদের বিচারের জন্য। আমি মনে করি এই অবৈধ্য ট্রাইবুন্যাল এবং এই অবৈধ্য যারা বিচার করছেন তারাও একটা দলের সমর্থক একটা দলের মানুষ। কাজেই তারা কি রায় দেবে আমরা তা জানি। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় একসেপ্ট করবে না।
তাদের হস্তান্তরের ব্যাপারে এই রায়ের পরে ভারতের উপর চাপ আরও বাড়বে কিনা সাক্ষাৎকার গ্রহনকারী সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামালা বলেন, “ভারত একটা বড় দেশ। তারা সব সময়ই বাংলাদেশকে সহযোগীতা করে এসেছে। এই অবৈধ্য সরকারকে ভারত কখনো আমি জানি, তারা গনতান্ত্রিক সরকার ছাড়া এই অবৈধ্য সরকারকে পছন্দ করে না। সেখানে ভারত কিভাবে দেখবে সেটা ভারতের ব্যাপার।
আরও পড়ুনঃ দশ বছর আগের সালাউদ্দিন কাদের চৌধুরীর ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে ভাইরাল
লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ প্রদান সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন “সেলফ ডিফেন্সের জন্য লিথাল ওয়েপন ব্যবহারের অনুমতি পুলিশকে তাদের আইনেই দেয়া আছে। যাত্রাবাড়ী থানাতে যখন তারা (আন্দোলনকারীরা) অগ্নী সংযোগ করছিল, যখন নাকি পুলিশ একজনকে ঝুলিয়ে মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে দিয়েছিল, সেই সময় যখন আসছিল তখন পুলিশ ব্যবহার করেছে। এটা দেশের আইনেই আছে।
উল্লেখ্য, আজ ১৭ নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল- ১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক এই সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় প্রদান করেন।
তথ্য সূত্রঃ ডয়েচ এভেলে


Pingback: আখাউড়া শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার – স্থানীয় সংবাদ