সারাদেশ

সীতাকুণ্ড ডিগ্রি কলেজে এডহক কমিটি পুনর্গঠন, সভাপতি লায়ন আসলাম চৌধুরী

সংবাদটি শেয়ার করুন

মোঃ হোসেন (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

সীতাকুণ্ড পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীনতম বিদ্যাপীঠ সীতাকুণ্ড ডিগ্রি কলেজে নতুন এডহক কমিটি র অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন মো. আসলাম  চৌধুরী সভাপতি মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ এডহক কমিটি র অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত  কলেজ সমূহের  গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে  এ কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি ইউএনওর মনোনয়ন পরিবর্তনপূর্বক  তদস্থলে সভাপতি হিসেবে মো. আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

পুনর্গঠিত এডহক কমিটির অবশিষ্ট মেয়াদকাল  ২০২৬ খিস্টাব্দের ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোনও সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

আরও পড়তে পারেনঃ ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

One thought on “সীতাকুণ্ড ডিগ্রি কলেজে এডহক কমিটি পুনর্গঠন, সভাপতি লায়ন আসলাম চৌধুরী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।