সারাদেশ

বিরলে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিকদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি এর নিকট হস্তান্তর

সংবাদটি শেয়ার করুন

মোঃ সেলিম রেজা, (বিরল, দিনাজপুর):

দিনাজপুর জেলার (৪২ বিজিবি) এর কিশোরীগঞ্জ বিওপির বিপরীতে প্রতিপক্ষ ৬৩ রাধিকাপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/২ এস হতে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে রাধিকাপুর নামক স্থান হতে ০৫ জন বাংলাদেশী নাগরিক কে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের প্রাক্কালে বিএসএফ টহলদল কর্তৃক আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃত বাংলাদেশী নাগরিকগন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের মলিন চন্দ্র রায় এর ছেলে সাদ্দাম রায় (১৯) ও একই গ্রামের প্রিয়নাথ এর ছেলে নয়ন রায় (২১), পীরগঞ্জ উপজেলার বেলশুয়া গ্রামের কালিদাস রায় এর ছেলে অমল রায় (২২), একই উপজেলার নানুহার গ্রামের দূর্য্য রাম এর ছেলে প্রসাদু চন্দ্র রায় (৪৬) ও তার স্ত্রী পারুল রানী (৪৪) বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।

পরবর্তীতে, সীমান্ত পিলার ৩৩১ হতে ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোপড়া নামক স্থানে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত বাংলাদেশী নাগরিকদের‘কে বিজিবি এর নিকট হস্তান্তর করেন। উক্ত পতাকা বৈঠকে বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন ৪২/কিশোরীগঞ্জ কোম্পানি কমান্ডার নাঃ সুবেদার মোঃ হাবিবুর রহমান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬৩/চাঁদগাও কোম্পানি কমান্ডার এসি সুরিয়া পাল।

আরও পড়ুনঃ সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে বিজয় দিবস পালিত।

বিলম্বে প্রাপ্ত তথ্যে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আটককৃত ০৫ বাংলাদেশি কে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান বিজিবি কর্তৃক ০৫ বাংলাদেশি কে হস্তান্তরের বিষয় নিশ্চিত করে বলেন আটকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।