সারাদেশ

সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে বিজয় দিবস পালিত।

সংবাদটি শেয়ার করুন

মো,হোসেন (চট্টগ্রাম):

‎গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুন্ডে ববাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল আট থেকে  র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে কলেজ রোড, পৌর সদর ও উপজেলা মিলনায়তন প্রদক্ষিন করে পৌর সদর কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী লাল ও সবুজ রঙ্গের টি-শার্ট পরে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা সেক্রেটারি আবু তাহের এর পরিচালনায় এবং উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন “স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা জনগনকে সাথে নিয়ে দেশ গড়ার জন্য নতুন করে শপথ নিতে হবে। আওয়ামী ফ্যাসিস্টরা আজ জুলাই যুদ্ধাদের টার্গেট করে হত্যায় মেতে উঠেছে। তারা আজ হাদীকে গুলি করেছে।” হাদীর উপর গুলি বর্ষণকারীকে গ্রেফতারের জোর দাবী জানান তিনি।  তিনি আরও বলেন “আজকের সীতাকুণ্ড যেন পরিণত হয়েছিল লাল-সবুজের মিলনমেলায়। আল্লাহ এই বিজয় দিবসের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ রাখুক।

আরও পড়ুনঃ লালমনিরহাটে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উপজেলা নায়েবে আমীর রাশেদুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিন শিবলী, এড আশরাফুর রহমান, পৌর আমীর হাফেজ আলী আকবর, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মেসবাহুল আলম রাসেদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।