নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল।
মোঃ সাইফুল ইসলাম, (ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি):
ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ০৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর নাসিরনগর বিআরডিবি কার্যালয়ে নাসির নগর উপজেলা কৃষকদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাসির নগর উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নাসির নগর উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে, ও নাসির নগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জনাব এম শাহ আলম পাঠানের সঞ্চালনায় কৃষকদল, বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূর আলম। নেতৃবৃন্দরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুছ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ দেশী বিদেশী আরো অনেক রাজনৈতিক দলের প্রধানরা বিবৃতি দিয়েছেন। তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুনঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, উৎপত্তি স্থল মিয়ানমার
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষনার অংশ হিসেবে সারা দেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যান কামনা করা হয়।


Pingback: নাসিরনগরে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষন ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - সত্য সংবাদ। বাংলা নিউ