সীতাকুণ্ডে এমপি প্রার্থী সালাউদ্দিনের গণসংযোগ ও মিছিলে জনতার ঢল
মোঃ হোসেন, (চট্টগ্রাম জেলা প্রতিনিধি):
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে সীতাকুণ্ডে অনুষ্ঠিত গণসংযোগ ও মিছিলে জনতার ঢল নামে। গণসংযোগে নেতৃত্ব দেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড সদরে মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপি নেতা গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল,সাবেক পৌর কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ,ইউনিয়ন বিএনপির নেতা মো. শামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনির, কাজী এনামুল বারী, মোহাম্মদ জাফর ভূঁইয়া, মো. আকবর হোসেন, পৌর বিএনপির নেতা আলমগীর মোহাম্মদ ইমরান, এপিপি এডভোকেট মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, মোহাম্মদ শহীদুল্লাহ, মো. সালাউদ্দিন, মো. শামসুল আলম, মো. কামরুল ইসলাম ও মো. আব্দুল আলীম রুবেল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের, কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌর ছাত্রদল নেতা ফরহাদ হোসেন রিফাত, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো. সুমন, মুন্না, সৌরভ, মিডিয়া সেল সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি শাহেদ আকবর, আলম,সদস্য সাজ্জাদ হোসেন রাব্বি, মো. পারভেজ উদ্দিন, মোহাম্মদ মিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা মহিলা দল নেত্রী লিপি আক্তার ও আনোয়ারা বেগম, পৌরসভা শ্রমিক দলের নেতা মোহাম্মদ গোলাম সাদেক, যুবদলের নেতা মহিদুল আলম আবির, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মিছিলের মাঝে বিভিন্ন স্থানে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার সময় এসেছে। মানুষের অধিকার, ভোটাধিকার আর ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষই হচ্ছে জাতির প্রত্যয়ের প্রতীক। সীতাকুণ্ডের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের বিজয় নিশ্চিত করবে জনগণের একটি মূল্যবান ভোট”। তিনি সীতাকুণ্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চান বলে তার বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেন।
আরও পড়ুনঃ নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন, আসামি গ্রেফতার।
নেতাকর্মীদের স্লোগান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর চারদিকের উৎসবমুখর পরিবেশ পুরো এলাকাকে প্রানবন্ত করে তোলে। মানুষের কণ্ঠে তখন একটাই দাবি-পরিবর্তন চাই, ধানের শীষ চাই, গণতন্ত্র চাই। এমপি প্রার্থী কাজী সালাউদ্দিনের নির্বাচনী সেলের প্রধান এডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু সকল নেতৃবৃন্দকে গণমিছিল ও গণসংযোগ সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Pingback: নাসির নগরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে তৃপ্তির হাঁসি। - সত্য সংবাদ। বাংলা নিউজে পোর্টাল