প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত
মো: তোছাদ্দেকুর রহমান, (লালমনিরহাট জেলা প্রতিনিধি):
লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৩ দফা দাবির বাস্তবায়ন এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ই নভেম্বর সোমবার লালমনিরহাট মিশনমোড় চত্বরে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
আরও পড়ুনঃ বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। অথচ দেশের প্রাথমিক শিক্ষার মেরুদণ্ড হিসেবে সহকারী শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার আদায়ে এই আন্দোলন চলবে। দাবি পূরন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

আন্দোলনরত শিক্ষকদের তিন দফা দাবি হলোঃ
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন।
২. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।
৩. আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার বিচার।

