বিনোদন

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী মৌনী রায়

Spread the love

চকচকে বলিউডের পর্দার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কষ্ট ও অন্ধকার বাস্তবতা। অনেক তারকা নিজের জীবনের ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়

সম্প্রতি অপূর্বা মুখিজা পরিচালিত অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মৌনী রায় জানান, তাঁর জীবনের প্রথমদিকের একটি ভীতিকর ঘটনা আজও তাঁকে নাড়া দেয়।

“আমি কিছু বুঝে ওঠার আগেই…”

মৌনী বলেন, “আমি তখন মাত্র ২১ বছর বয়সী। একটি অফিসে গল্প শুনতে গিয়েছিলাম। সেখানে একটি দৃশ্য বর্ণনা করা হচ্ছিল—নায়িকা অজ্ঞান হয়ে যায়, আর নায়ক তাকে মাউথ-টু-মাউথ রেসপিরেশন দেয়।”

এরপরই ঘটেছিল অবিশ্বাস্য ঘটনা—
“হঠাৎ এক ব্যক্তি আমার মুখ ধরে দেখাতে শুরু করেন কীভাবে সেই দৃশ্যটি হবে। আমি হতভম্ব হয়ে যাই। কিছু না বুঝে অফিস থেকে দৌড়ে বের হয়ে আসি। সেই ঘটনা আমাকে দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে দিয়েছিল।”

তবে মৌনী ওই ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি অভিনেতা, পরিচালক না কাস্টিং এজেন্ট—তা এখনো অজানা।

📺 টেলিভিশন থেকে সিনেমায়

মৌনী রায় টেলিভিশনে ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন। এরপর ‘নাগিন’ ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে।

২০১৮ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে। এরপর তিনি ‘রোমিও আকবর ওয়ালটার’, ‘মেড ইন চায়না’, এবং ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব’–এ অভিনয় করে প্রশংসা অর্জন করেন।

আরও পড়ুনঃ নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঘণ্টাব্যাপী যানজট

🎬 সামনে কী আসছে

অভিনেত্রী মৌনী রায়কে এবার দেখা যাবে পরিচালক ডেভিড ধাওয়ান–এর নতুন রোমান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’–এ। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন পূজা হেগড়েম্রুণাল ঠাকুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে

বলিউডের এই অভিনেত্রী জানান, “অতীতের কষ্ট ভুলে এখন শুধু কাজের দিকেই মনোযোগ দিতে চাই। আমি চাই মেয়েরা যেন ভয় না পায়, নিজের কণ্ঠ তুলে ধরে।”

তথ্য সূত্রঃ প্রথম আলো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।