রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

মনিরুল ইসলাম, (কুমিল্লা জেলা প্রতিনিধি):

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

আরও পড়ুনঃ লালমাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতার সুরক্ষার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে কেন্দ্রীয়, মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।