রাজনীতি

বিরল উপজেলায় বিএনপির ০৩ মনোনয়ন প্রত্যাশীর একই মঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Spread the love

সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ০৩ জন নেতা অন্যান্য নেতা-কর্মীদের সাথে নিয়ে একই মঞ্চে বিএনপি ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন।

শুক্রবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সভায় জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু ও জেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম একই মঞ্চে হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে যেন ফ্যাসিস্টরা মাথাচাড়া না দিয়ে উঠতে পারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরও পড়ুনঃ নাসির নগরে বর্নাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এর আগে বিরল বাজার বকুলতলা মোড় হতে মৌন মিছিল ও সাদা কাফনের কাপড় পরিহিত নেতৃবৃন্দ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে সভাস্থলে এসে জড়ো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।