বিরল উপজেলায় স্থানীয় জনগনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
মোঃ সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
দিনাজপুরের বিরল উপজেলায় “পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি” শ্লোগানে স্থানীয় জনগনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, পৌরসভা, এনজিও, ইউনিয়ন পরিষদ, গ্রাম উন্নয়ন কমিটি ও পরিবেশ-বান্ধব গ্রাম কমিটি বিরল দিনাজপুর এর আয়োজনে উক্ত কর্মসূচির সূচনা করা হয়। বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার নিতা ফ্লোরা দাস, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফা বেগম, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট, সিডিএর আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নীলফামারীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
আলোচনা শেষে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইন্দ্রজীত সাহা উপজেলা পরিষদ চত্ত্বরের আবর্জনা পরিচ্ছন্নতার মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

