দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১
সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান- এর নেতৃত্বে একটি চৌকস দল ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর এলাকা থেকে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।
দিনাজপুর সদর উপজেলার নশিপুর খোসালপুর ঢাকাইয়া পাড়া এলাকার মৃত সোহরাব আলী’র পুত্র মোঃ পশির উদ্দিন (৫৮) এবং পশির উদ্দিন এর ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) এর শয়ন ঘর তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোঃ পশির উদ্দিন -কে আটক করা হয়। পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল পলাতক রয়েছে। উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবার আনুমানিক ১৭ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা দেখানো হয়েছে।
আরও পড়ুনঃ প্রতিবন্ধিদের সুরক্ষা ও আত্মনির্ভরতার সুযোগ বৃদ্ধিতে অভিভাবকদের প্রশিক্ষন
আটককৃত পশির উদ্দিন (৫৮) এবং তার ছেলে পলাতক মহসিন আলী ওরফে মেহেরুল(২৪) কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারনির ১৯ (গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছ বলে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

