সারাদেশ

নাসির নগরে ঝুঁকিপূর্ণ সেতুর উপর যানবাহন চলাচল, চরম আতংকে যাত্রী ও চালকরা।

Spread the love

মোঃ সাইফুল ইসলাম, (ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর – লাখাই, নাসির নগর -রতনপুর, নাসির নগর সরাইল সড়কের ওপর নির্মিত চারটি সেতুই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে  শত শত ভারী যানবাহন ও হাজার হাজার সাধারণ মানুষ।

নাসিরনগর-হবিগঞ্জ ও রতনপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত ভারী যানবাহন—যেমন বাস, ট্রাক, বালু ও পাথরবোঝাই ট্রাক, ইন্টারডিস্ট্রিক পরিবহনসহ শত শত সিএনজি ও অটোরিকশা চলাচল করে।

বিগত দুই দফা বন্যায় এসব সেতুর বেশ কয়েকটি ভেঙে খুব খারাপ অবস্থায় পৌঁছেছে। পরে অস্থায়ীভাবে সংস্কার করলেও এখনো সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ।

উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে রয়েছে, বুড়িশ্বর ইউনিয়নের দুই সীমানার মাঝখানে মহাগঙ্গা নদীর ওপর শতবর্ষী পুরাতন সেতু, শ্রীঘর মেন্দি আলীর বাড়ির নিকটের সেতু এবং ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের ঈদগাহের পাশের সেতুটি।

আরও পড়ুনঃ চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত হচ্ছে নীলফামারীতে

সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের মধ্যবর্তী মহাগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি হেলে পড়া ও ফাটল ধরার কারণে পাশে একটি বিকল্প সেতু নির্মাণ করে। তবে অল্প সময়ের মধ্যে সেটিও আরো বিপজ্জনক হয়ে পড়েছে, ফলে যান চলাচল প্রায় সময়ই বন্ধ হয়ে যায়। এই সেতুটি সংস্কার করা হলেও তা এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।

পথচারী, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সিএনজি চালক ও অটোচালকদের সাথে কথা বললে তারা সেতুগুলির উপর দিয়ে চলাচলের সময় যেকোন সময় দূর্ঘনার আশঙ্কায় তাদের আতঙ্কের কথা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।