রাজনীতি

নীলফামারীতে বিএনপির দুই প্রার্থীর নাম ঘোষণা

Spread the love

শেরিফ হোসেন, (নীলফামারী জেলা প্রতিনিধি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর দুইটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। জানা গেছে, নীলফামারী- ০২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। নীলফামারী- ০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

দলীয় সূত্রে জানা যায়, বাকি দুই আসন নীলফামারী-০১ ও ০৩ — এখনো চূড়ান্ত হয়নি। তবে অচিরেই সেখানে প্রার্থীদের নাম ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ব্রাক্ষণবাড়ীয়া- ০১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান।

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, ঘোষিত প্রার্থীদের পক্ষে তৃণমূলের সমর্থন ইতোমধ্যেই শক্ত ভিত্তি গড়ে তুলেছে, যা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।