সারাদেশ

আশুগঞ্জে  পুলিশি অভিযানে বিপুল পরিমান বিদেশী সিগারেট সহ ০৩ জন গ্রেফতার

Spread the love

সামজাদ জসি (আখাউড়া উপজেলা প্রতিনিধি):

গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকোশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা বিপুল পরিমাণে ৭৮৫ টি বাক্সে ৭,৮৫০ টি প্যাকেটে ১,৫৭,০০০ টি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকা উদ্ধার করা হয়।

এসময় একটি সিলভার রংয়ের মাইক্রোবাসকে দাড় করায় আশুগঞ্জ থানা পুলিশ। মাইক্রোবাসে থাকা তিন জন ব্যক্তিকে সন্দেহ হলে মাইক্রোবাসটি তল্লাশি করেন অভিযানরত পুলিশ সদস্যরা। তল্লাশিতে বিদেশি সিগারেট পাওয়া গেলে ওই তিনজন ব্যক্তিকে আটক করা হয়। এই অবৈধ্য কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয় এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা ভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ ‘শাপলা কলি’ এখন নির্বাচন কমিশনের প্রতীক তালিকায়

পুলিশ জানায় গ্রেফতারকৃতরা ঢাকা জেলার বাসিন্দা। এদের মধ্যে মোঃ সামিউল ইসলাম প্রকাশ সুজন (২০) পিতা- শাহিদুল ইসলাম, মহল্লা- ইসলাম নগর, মোঃ সাগর আলী (৪০) পিতা- আব্দুল জব্বার মহল্লা- বড়উলিয়া উভয় থানা- আশুলিয়া জেলা-ঢাকা, মোঃ ফজলুল হক (৩২) পিতা- মৃত খোরশেদ আলম মহল্লা-তিলপাপাড়া, থানা-খিলগাঁও,ডিএমপি এলাকায় বসবাস করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।