নীলফামারী–সৈয়দপুর মহাসড়কে ট্রাক দুর্ঘটনা।
শেরিফ হোসেন (নীলফামারী জেলা প্রতিনিধি):
আজ বুধবার ভোরে নীলফামারী–সৈয়দপুর মহাসড়কের শিমুলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত হানে।
আরও পড়ুনঃ ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের মাঠ বিলীন হচ্ছে পুকুরে। ক্ষোভ শিক্ষার্থী ও খেলোয়াড়দের
সংঘর্ষে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করে। তবে দুর্ঘটনার কারণে নীলফামারী-সৈয়দপুর সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে বলে জানিয়েছে স্থানীরা।

